Tuesday, October 14, 2025

এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বড় সুখবর দিলেন শিক্ষা উপদেষ্টা

আরও পড়ুন

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর দিয়েছেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। তিনি জানিয়েছেন, শিক্ষকদের বাড়ি ভাতা বাড়ানো এবং আর্থিক প্রণোদনা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।

রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান। এবারের অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল “শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি।”

শিক্ষা উপদেষ্টা বলেন, “বেসরকারি প্রতিষ্ঠানে অধ্যক্ষ ও প্রধান নিয়োগের ক্ষেত্রে এনটিআরসিএর মাধ্যমে প্রক্রিয়া শুরু হয়েছে, যা খুব শিগগিরই বাস্তবায়িত হবে। পাশাপাশি এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বাড়ি ভাতা ও প্রণোদনা বৃদ্ধির উদ্যোগও নেওয়া হয়েছে।”

আরও পড়ুনঃ  জামায়াতে আসছে নতুন নেতৃত্ব, আমির হওয়ার তালিকায় যাদের নাম

তিনি আরও জানান, পাঠ্যবইয়ের মান ও নির্ভুলতা নিশ্চিত করতে এনসিটিবির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ চলছে।

এসএসসি পরীক্ষায় অতিরিক্ত নম্বর দেওয়ার প্রবণতা বন্ধ করা হয়েছে বলেও জানান তিনি। “আগের মতো অযথা উচ্চ নম্বর আর দেওয়া হবে না, এবং এই নীতি ভবিষ্যতেও বজায় থাকবে,” বলেন শিক্ষা উপদেষ্টা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার, ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম এবং ইউনেস্কো ঢাকা অফিসের প্রধান মিসেস সুজান ভাইজ।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় সংবাদ