Thursday, October 16, 2025

বিএনপি ক্ষমতায় গেলে তারেক রহমান-ই কি প্রধানমন্ত্রী নিশ্চিত,

আরও পড়ুন

বিএনপি ক্ষমতায় গেলে আপনি কি প্রধানমন্ত্রী নিশ্চিত, বিবিসি বাংলার সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘এটি তো আমার সিদ্ধান্ত না। এ সিদ্ধান্ত নেবে বাংলাদেশের জনগণ।’ আজ সোমবার (৬ অক্টোবর) প্রকাশিত সাক্ষাৎকারে এসব কথা বলেছেন তিনি। এর প্রথম পর্ব আজ প্রকাশ করা হয়েছে।

নির্বাচন প্রসঙ্গে আপনার কাছে জানতে চাই যে, আগামী নির্বাচনে আপনার ভূমিকা কি হবে আপনি কি সরাসরি নির্বাচন করছেন? আপনাকে কি আমরা প্রধানমন্ত্রী পদের প্রত্যাশী হিসেবে দেখতে পাবো নির্বাচনে? বিবিসি বাংলার এমন প্রশ্নে তারেক রহমান বলেন, ‘আমার মনে হয় আপনি প্রথমদিকে বোধহয় একটা প্রশ্ন করেছেন, আমি ওখানে বলেছিলাম স্বাভাবিক আমি একজন রাজনৈতিক দলের সদস্য। একজন রাজনৈতিক কর্মী আমি। নির্বাচনের সাথে তো রাজনৈতিক দল এবং রাজনৈতিক কর্মীর ওতপ্রোত সম্পর্ক।’

আরও পড়ুনঃ  জামায়াতে আসছে নতুন নেতৃত্ব, আমির হওয়ার তালিকায় যাদের নাম

তিনি বলেন, ‘নির্বাচন যেখানে একটি মানে জনগণের সম্পৃক্ত এরকম একটি নির্বাচন হবে, সেখানে তো অবশ্যই আমি নিজেকে দূরে থাকতে পারবো না। আমাকে আসতেই হবে। স্বাভাবিকভাবেই মাঠেই ইনশআল্লাহ থাকবো আমি। আপনি আপনার প্রশ্নের পরের যে অংশটি ছিল, দেখুন আমি মনে করি এই সিদ্ধান্ত বাংলাদেশের জনগণের। এটি তো আমার সিদ্ধান্ত না। এটি সিদ্ধান্ত নিবে বাংলাদেশের জনগণ।’

আপনি নির্বাচনে অংশ নেবেন কিনা সেই সিদ্ধান্ত তো আপনাকে নিতে হবে এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে তারেক রহমান বলেন, ‘না না সেটি তো নেব, কেন নেব না? অবশ্যই নেব।’ আপনি নির্বাচনে অংশ নিচ্ছেন তাহলে? এমন প্রশ্নের জবাবে বলেন, ‘জ্বি.. ইনশাআল্লাহ।’

আরও পড়ুনঃ  পোশাকের সাইজ XL বা XXL এর মধ্যে ‘X’—র অর্থ কী? ৯০% মানুষের অজানা

বিএনপি যদি ক্ষমতায় আসে বা নির্বাচনে অংশ নেয় সেক্ষেত্রে প্রধানমন্ত্রী পদের প্রত্যাশী হিসেবে আমরা তারেক রহমানকে দেখতে পাব, সেটা আমরা নিশ্চিতভাবে বলতে পারি? এমন প্রশ্নে তিনি বলেন, ‘এটির সিদ্ধান্ত তো বাংলাদেশের জনগণের।’ আর বিএনপির পক্ষ থেকে? এর জবাবে বলেন, ‘সে ক্ষেত্রে তো এটি দল সিদ্ধান্ত নেবে। দল কিভাবে করবে, এটি তো দলের সিদ্ধান্ত।’

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় সংবাদ